![Kausik Maiti কৌশিক মাইতি Profile](https://pbs.twimg.com/profile_images/1613248459217440770/oBu4tshY_x96.jpg)
Kausik Maiti কৌশিক মাইতি
@maiti_kausik
Followers
5K
Following
14K
Statuses
6K
Language activist, Bengali Nationalist, বাংলা আমার প্রাণ শীর্ষ পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক, বাংলা পক্ষ
Kolkata, India
Joined June 2018
দুর্গাপুরে বেনাচিতির দেবীনগর খাটাল এলাকায় সরস্বতী পুজো ছিল। সেখানে এক বৃদ্ধ বাঙালি পুরোহিতের পুজো করতে দেরি হওয়ায় ওই এলাকার কজন বহিরাগত গুটখা ওই বৃদ্ধ বাঙালি ব্রাহ্মনকে মাটিতে ফেলে মা*রে এবং বুকের ওপরে সাইকেল ফেলে দেয়। ভাবুন একবার! এরা কতটা নৃ#শংস! পুজো করতে দেরি হওয়ায় একজন বৃদ্ধ মানুষকে এইভাবে মা'র*ধোর করে। এর শেষ দেখে ছাড়বে বাংলা পক্ষ, কথা দিলাম। জয় বাংল
24
41
165
বিজেপির মীনাদেবী পুরোহিত থেকে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা- বহিরাগতরা বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাঙালির মাছ ভাত কেড়ে নিতে চায়৷ মাছ-ভাতের জন্য বাঙালি লড়াইয়ে প্রস্তুত। আগামী ৯ ফেব্রুয়ারি, রবিবার বেলা ১০ টায় বাংলা পক্ষর উদ্যোগে গিরিশপার্কে মাছ ভাত উৎসব। মাছ কাটা, রান্না এবং খাওয়া একসাথে হবে৷ এই বিরাট উৎসবে সাধ্য মতো অনুদান দাও। স্থান- গিরিশ পার্কের সামনে (পাশেই মেট্রো) সময়- বেলা ১০ টা থেকে দুপুর ২ টা প্রবেশ মূল্য নেই। কিন্তু যাদের সম্ভব হবে সাহায্য করবেন। জয় বাংলা সকল ফুড ভ্লগার ও ইউটিউবারের কাছে অনুরোধ এই অভিনব ও প্রতিবাদী মাছ-ভাত উৎসবে প্রতিনিধি পাঠাবেন এবং এই উৎসব বাঙালির কাছে তুলে ধরবেন। মিডিয়ার সকলের কাছে অনুরোধ, প্রতিনিধি পাঠাবেন।
5
10
47
প্রেসিডেন্সির এক এলিট ছাত্রীর সাক্ষাৎকার- যারা বাংলা পক্ষর বিরোধী বা যারা বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে- তাদের অবশ্যই এই ভিডিও দেখা উচিত। বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করার কোনো যুক্তি নেই, তাও বিরোধিতা করতেই হবে। এরা নাকি মেধাবী! নির্বোধ এলিট? আপনিও যদি এই মেয়েটার মতো ভেবে থাকেন, তাহলে আপনিও নির্বোধ৷ বাংলা বাধ্যতামূলকের দাবি কতটা ন্যায্য এই ভিডিও দেখলেই বুঝবে।
40
34
213
Advanced Manufacturing- নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। সরকারি পলিসি নিয়ে কথা হচ্ছে। AI ও অন্যান্য আধুনিক প্রযুক্তি নির্ভর ম্যানুফ্যাকচারিং চাই বাংলায়। এটা সময়ের দাবি। @BengalSummit
8
7
67
সোজা কথায় বিজেপির ১২ জন সাংসদ ঘাস ছিঁড়েছে।
বাজেটে শিলিগুড়িতে মেট্রোরেল ❌ বাজেটে উত্তরবঙ্গে এইমস ❌ বাংলা থেকে জেতা বিজেপির ১২ টা সাংসদ সোজা কথায় ঘাস ছিঁড়েছে। গোটা পশ্চিমবঙ্গ ছেড়ে দাও, শুধুমাত্র নিজেদের জেতা কেন্দ্রগুলোর জন্যও এক পয়সার প্রকল্প আনার মুরোদ এদের নেই! বিজেপি মানেই বাঙালি বিদ্বেষী! #AntiBengaliBJP
19
8
83